শনিবার, ১৬ জুন, ২০০৭

পরস্পর

পুরুষ:
তোমার ছিলাম,তোমারই আছি,আদি থেকে অন্ত
গ্রীষ্ম–বর্ষা–শরত–হেমন্ত্–শীত আর বসন্ত!
গোলাপ–বেলি–স্বর্ণচাঁপা,তুমি রজনীগন্ধা
তোমার ঘ্রাণে পাগল আমি,সকাল–দুপুর–সন্ধ্যা!

নারী:
এতো বেশি ভালোবেসো না আমায়
এতো বেশি টেনো না কাছে:
ভয় জাগে মনে, তোমার প্রেমের বানে
খড়ের মতো আমি ভেসে যাই পাছে!

কোন মন্তব্য নেই: