বেদনায় ছেয়ে গেছে মন
বিবর্ণ হয়েছে চারিদিক
বুকের ভেতর অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
সুন্দরের স্বপ্ন দেখি না আর
শুধু দু'চোখে এখন নগ্নতা
শব্দের জোড়া মেলে না তাই
নির্বাসনে গেছে কবিতা।
মৃত্যু আজ সম্মুখদ্বারে
ভালোবাসা আজ গুলিবিদ্ধ
বুকের খাঁচায় অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
অনেক কিছু আজো রয়ে গেছে বাকি
অনেক কথা আজো হয় নি বলা
প্রণোদিনীর হাতটা ধরে
কিছুটা পথ হয় নি চলা।
স্বর্ণচাঁপায় আজ রক্তের ছোপ
চিঠিটাও রক্তাক্ত
বুকের ভেতর অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
বিবর্ণ হয়েছে চারিদিক
বুকের ভেতর অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
সুন্দরের স্বপ্ন দেখি না আর
শুধু দু'চোখে এখন নগ্নতা
শব্দের জোড়া মেলে না তাই
নির্বাসনে গেছে কবিতা।
মৃত্যু আজ সম্মুখদ্বারে
ভালোবাসা আজ গুলিবিদ্ধ
বুকের খাঁচায় অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
অনেক কিছু আজো রয়ে গেছে বাকি
অনেক কথা আজো হয় নি বলা
প্রণোদিনীর হাতটা ধরে
কিছুটা পথ হয় নি চলা।
স্বর্ণচাঁপায় আজ রক্তের ছোপ
চিঠিটাও রক্তাক্ত
বুকের ভেতর অন্যরকম অদ্ভুত এক কষ্ট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন