বুধবার, ১৮ জুন, ২০০৮

কিছুই যাবে না ফেলা

কিছুই যাবে না ফেলা!
স্বল্প আদর-অল্প উষ্ণতা-একটু অবহেলা।

ঘোমটা ঢাকা একফালি চাঁদ
ভালোবাসার এই রঙিন ফাঁদ
গোলাপ-বেলির মালা
যাবে না কিছুই ফেলা!

অতি অবুঝ দু'টি পাগল
ভাঙতে চায় যে সব অর্গল
ভেজা-উষ্ণ-লবণ-ঘামে
সোনার তনু সোনার দামে
কেনা হবে আজকে রাতে, নয়কো হেলাফেলা!
যাবে না কিছুই ফেলা!

দু'জন কাঙাল প্রেমের সাধে
খুব নীরবে খুব যে কাঁদে
লোনা জলে একপলকে নদী কীর্তনখোলা!
কিছুই যাবে না ফেলা!

কোন মন্তব্য নেই: